Pushpa 2 | কবে বড় পর্দায় আসবে পুষ্পা? ডিসেম্বরে মুক্তি পেতে পারে আল্লু অর্জুনের পুষ্পা ২
Thursday, October 24 2024, 2:21 pm

'পুষ্পা ২'-এর মুক্তি পিছিয়ে গেল, ভিএফএক্স-এর কাজ এখনও শেষ হয়নি।
পিছিয়ে গেল আল্লু অর্জুনের পুষ্পা ২ ছবির মুক্তির দিন। প্রথমে কথা ছিল ১৫ আগস্ট মুক্তি পাবে পুষ্পা ২। তবে আগস্ট নয়, ডিসেম্বর ৬ তারিখ মুক্তি পাবে এই ছবি। শোনা যাচ্ছে, এই ছবির বেশ কিছুটা শুটিং এখনও হওয়া বাকি। সেই কারণে নাকি পিছতে পারে এই ছবির মুক্তি। এমনকী, শোনা যাচ্ছে, বেশ ভিএফএক্সেরও কাজ বাকি থাকায় প্রযোজকরা মুক্তি পিছিয়ে দিচ্ছে। বৃহস্পতিবার পুষ্পা টিম এই বিষয়ে ঘোষণা করবে বলে জানা গিয়েছে।