ঘোলায় দিদি-বোনের শ্লীলতাহানি, করা হয় চুলের মুঠি ধরে মারধর, ফেরার অভিযুক্ত
Tuesday, December 15 2020, 9:39 am
Key Highlightsনাবালিকা বোনকে নিয়ে ফেরার সময় রাজেশ মন্ডল নামে এক যুবক দুই বোনের রাস্তায় বাধা দেয় এবং ছোট বোনকে আপত্তিকর স্পর্শ করে। প্রতিবাদ করতে দিদি রাজেশকে চড় মারে। অতঃপর, রাজেশ সেই দুই বোনের চুলের মুঠি ধরে মারধর করে, ছিঁড়ে নেয় চুল, মুখে অনবরত ঘুষি মারে। ঘটনাস্থলে কয়েক প্রতিবেশী থাকলেও কোনো সাহায্য করেননি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার ঘোলা এলাকার মহেন্দ্রনগরে। এর পর থেকেই ফেরার অভিযুক্ত রাজেশ। শ্লীলতাহানির ঘটনায় ইতিমধ্যেই ঘোলা থানায় পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
- Related topics -
- ক্রাইম
- উত্তর ২৪ পরগনা
- শ্লীলতাহানি
- ঘোলা

