IPhone | আইফোন ১৭-র সব ভার্সন তৈরী হবে ভারতে! ট্রাম্পের হুশিঁয়ারিকে অগ্রাহ্য করলো Apple!
Thursday, August 21 2025, 4:41 am

যাবতীয় আইফোন ১৭ মডেলের অ্যাসেম্বলের কাজ ভারতের পাঁচটি ফ্যাক্টরিতে নিয়ে আসছে Apple Inc.
ট্রাম্পের শুল্কনীতিতে ভয় পেলো না অ্যাপল। দেশের মাটিতেই পণ্য উৎপাদনের চাপকে কার্যত অগ্রাহ্য করে ভারতে আইফোন উৎপাদনে আরও গতি আনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, যাবতীয় আইফোন ১৭ মডেলের অ্যাসেম্বলের কাজ ভারতের পাঁচটি ফ্যাক্টরিতে নিয়ে আসছে Apple Inc.অর্থাৎ প্রিমিয়াম প্রো সহ আইফোন ১৭এর যত ভার্সন রয়েছে, সবই এখন তৈরি হবে ভারতে। ইতিমধ্যেই আমেরিকার বাজারের জন্য তৈরি হওয়া আইফোনের অধিকাংশের উৎপাদন নিয়ে আসা হয়েছে ভারতে। আগামী ২ বছরে টাটা ভারতে তৈরি আইফোনের অন্তত অর্ধেক উৎপাদন করবে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- আইফোন
- অ্যাপল
- ভারত
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প