Key Highlights
আপনি কি জানেন আমাদের ত্বকের জন্য বরফ কতটা উপকারী? তবে আসুন জেনে নেওয়া যাক। আমাদের ত্বকে কালো ছাপ, ব্রণ, ফুসকুড়ির সমস্যা প্রায় সকলেরই দেখা যায়। তার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করা শুরু করি। কিন্তু বরফের টুকরোই হল তার ওষুধ। রাতে ভালোভাবে মুখ ধোয়ার পরে ক্রিম মেখে যদি কিছু সময় বরফের টুকরো মুখে ঘষা যায়, তবে ক্রিমটি অতি সহজেই আমাদের ত্বকের সাথে মিশে যায়। গোলাপজল, শশার রস দিয়ে বরফ তৈরি করে সেটি নিয়মিত ব্যবহার করলে ত্বকের কালো ছাপ দূর হয়। মেকআপ করার আগেও যদি বরফ ব্যবহার করা যায়, তাহলে ত্বক হবে উজ্জ্বল এবং টানটান। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
- Related topics -
- লাইফস্টাইল
- রূপচর্চা
- উজ্জ্বল ত্বক
- সৌন্দর্য্য