West Bengal Teacher | রাজ্যের সব সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ২ সপ্তাহের মধ্যে সরকারি পোর্টালে আপলোড করতে হবে তথ্য!
আগামী দু’সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের সব সরকারি স্কুলের শিক্ষক -শিক্ষিকাদের সরকারি পোর্টালে তথ্য আপলোড করতে হবে।
আগামী দু’সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের সব সরকারি স্কুলের শিক্ষক -শিক্ষিকাদের সরকারি পোর্টালে তথ্য আপলোড করতে হবে। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় এমনই নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। বিচারপতি বলেন, স্কুলের শিক্ষক যে যে বিষয়ে পড়াচ্ছেন, সেই বিষয়ে তাঁর যোগ্যতা কী, সেটা ছাত্র ছাত্রীদের অভিভাবকদের জানা উচিত। কারণ অভিযোগ উঠেছে যে বহু শিক্ষক-শিক্ষিকার যোগ্যতা নেই, অথচ তাঁরা স্কুলে পড়াচ্ছেন। রাজ্যকে সেই জন্য প্রত্যেক শিক্ষক-শিক্ষিকার যোগ্যতা কী, তা সরকারি পোর্টালে আপলোড করতে হবে।