Supreme Court | রোগীদের ব্র্যান্ডেড ওষুধের বদলে জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করার পরামর্শ দিলো সুপ্রিম কোর্ট!
Friday, May 2 2025, 6:06 pm

দেশের সমস্ত ডাক্তারের জন্য ওষুধের ব্র্যান্ডের নামের বদলে জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করা উচিত। বৃহস্পতিবার একটি মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
বৃহস্পতিবার ফেডারেশন অফ মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনস অফ ইন্ডিয়া (FMSRAI) এবং অন্যান্যদের দায়ের করা একটি আবেদনের শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। এই মামলার সূত্র ধরেই বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানায়, ডাক্তারদের উচিত রোগীদের জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করা। তাতে ওষুধের ক্ষেত্রে অযৌক্তিক খরচ এড়াতে পারবেন সাধারণ মানুষ। উল্লেখ্য, ওষুধ কোম্পানিগুলি ডাক্তারদের ঘুষ দেয় বলে অভিযোগ সাধারণ মানুষদের।
- Related topics -
- দেশ
- ওষুধ
- ওষুধের মূল্যবৃদ্ধি
- সুপ্রিম কোর্ট
- ভারত
- শীর্ষ আদালত