বিনোদন

Alia Bhatt | সই নকল করে আলিয়া ভাটের টাকা চুরি, গ্রেপ্তার অভিনেত্রীর এক্স PA!

Alia Bhatt | সই নকল করে আলিয়া ভাটের টাকা চুরি, গ্রেপ্তার অভিনেত্রীর এক্স PA!
Key Highlights

আলিয়া ভাটের সই নকল করে তাঁর অ্যাকাউন্ট থেকেই টাকা তুলে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রীর প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠি।

আর্থিক প্রতারণার শিকার অভিনেত্রী আলিয়া ভাট। সূত্রের খবর, আলিয়ার সই নকল করে অ্যাকাউন্ট থেকে মোট ৭৬.৯ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে অভিনেত্রীর প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠির বিরুদ্ধে। মুম্বইয়ের জুহু থানায় অভিযোগ জানিয়েছে অভিনেত্রীর মা সোনি রাজদান। অভিযোগের ভিত্তিতে বেদিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২১ সালে নিজের প্রোডাকশন হাউস খোলেন আলিয়া। সেসময় অভিনেত্রীর আর্থিক নথিপত্র ও টাকা ইত্যাদি দেখাশোনা করতো বেদিকা। সেসময় অভিনেত্রীর সই নকল করে ৭৬,৯০,৮৯২ টাকা সরায় বেদিকা।