বিনোদন'ডার্লিং'-এ নতুন অবতারে আলিয়া! এবার শুধুমাত্র নায়িকা নন, তিনি প্রযোজকও বটে

Key HighlightsDarling ছবিতে বলিউডের আলিয়া ভট্ট শুধুমাত্র অভিনেত্রী হিসেবে নয়, পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করছেন। চলচ্চিত্র জগতে আলিয়া-র এই নয়া পদক্ষেপের বিষয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘প্রোডিউসার হিসেবে এটি আমার প্রথম ছবি, কিন্তু আমার প্রথম পরিচয় আমি অভিনেত্রী। সারা জীবন এই পরিচয়ই প্রধান হয়ে থাকবে।' আলিয়ার এই পোস্টটি ট্যুইটারে রিশেয়ার করে ছবির অন্যতম প্রযোজক শাহরুখ খান লিখেছেন, ‘এই প্রোডাকশনের পর প্লিজ তোমার পরবর্তী কাজে আমাকে অভিনয়ের সুযোগ দিও লিটল ওয়ান।'