আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বেশ কিছু রুটের ট্রেন বাতিল করলো উত্তর রেলওয়ে

Wednesday, October 27 2021, 11:52 am
আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বেশ কিছু রুটের ট্রেন বাতিল করলো উত্তর রেলওয়ে
highlightKey Highlights

মোরাদাবাদ ডিভিশনের অধীনের বেশ কিছু ট্রেন আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। উত্তর রেলওয়ের মোরাদাবাদ ডিআরএম টুইট করে জানিয়েছেন, 'মোরাদাবাদ বিভাগের লাকসার-হরিদ্বার রেলওয়ে সেকশনের রেললাইন দ্বিগুণ করার কাজ শেষ হয়েছে। এবার লাকসার স্টেশনের মূল লাইনের সঙ্গে উল্লিখিত অংশটিকে সংযুক্ত করা হবে। রিমডেলিং-এর কাজ হবে। সেই কারণে ২৪ অক্টোবর ২০২১ থেকে ২৯ অক্টোবর ২০২১ পর্যন্ত কিছু ট্রেনের যাত্রা প্রভাবিত হবে।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File