লাইফস্টাইলডিটারজেন্টের রাসায়নিক পাওয়া গেলো ম্যাকডোনাল্ডস, পিজা হাট এবং ডোমিনজের খাবারে
ম্যাকডোনাল্ডস, পিজা হাট, ডোমিনজের তৈরি বিভিন্ন ফাস্টফুড নিয়ে এক চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এল। রিপোর্টে বলা হয়েছে, 'হট ডেস্টিনেশন' এই ফুড চেইনগুলির খাবারে পাওয়া গিয়েছে ডিটারজেন্ট এবং রবারের গ্লাভস তৈরিতে ব্যবহৃত রাসায়নিক। রিপোর্টে জানা যাচ্ছে খাবারে খুব বেশি মাত্রায় phthalates ব্যবহার করা হয়েছে। মোট ৬৪টি খাবারের নমুনা পরীক্ষা করেছিলেন গবেষকরা। তার মধ্যে সবকটিতেই এই phthalates পাওয়া গিয়েছে। এই Phthalates সাধারণত প্লাস্টিককে নরম রাখতে ব্যবহার করা হয়।