দেশ

Ajit Pawar | ১৮০০ কোটির জমি বিক্রি ৫০০ টাকায়! মহারাষ্ট্রে অভিযোগের তীর উপমুখ্যমন্ত্রীর ছেলের দিকে

Ajit Pawar | ১৮০০ কোটির জমি বিক্রি ৫০০ টাকায়! মহারাষ্ট্রে অভিযোগের তীর উপমুখ্যমন্ত্রীর ছেলের দিকে
Key Highlights

১৮০০ কোটি টাকার মূল্যের এই জমি মাত্র ৩০০ কোটি টাকায় বিক্রি করা হয়েছে Amedia Enterprises LLP নামের এক সংস্থাকে।

সম্প্রতি মহারাষ্ট্রের ইনস্পেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশনের তরফে একটি অন্তর্বর্তীকালীন রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টে দেখা যাচ্ছে, পুণের মুন্ধওয়া সরকারের নিম্নবর্গের মাহার সম্প্রদায়ের জন্য সংরক্ষিত ৪৩ একর জমি বিক্রি করা হয়েছে। ১৮০০ কোটি টাকার মূল্যের এই জমি মাত্র ৩০০ কোটি টাকায় বিক্রি করা হয়েছে Amedia Enterprises LLP নামের এক সংস্থাকে। এই সংস্থার অন্যতম প্রধান পার্টনার উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের পুত্র পার্থ পওয়ার। এ ঘটনায় ৮ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।