Ajit Pawar Death | অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে ঘনাচ্ছে সন্দেহ! দুর্ঘটনার তদন্তে সরেজমিনে CID
Friday, January 30 2026, 4:08 pm

Key Highlightsবিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান অজিত পওয়ারের মৃত্যুর ঘটনার তদন্তে নামল সিআইডি।
বুধবার সকালে বারামতীতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এঘটনায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ ধারায় একটি মামলা রুজু করেছিল পুণের গ্রামীণ পুলিশ। এই মামলার ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিআইডি। মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই মামলার নথিপত্র সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। এই বিমান দুর্ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনস্থ এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। উল্লেখ্য, তদন্তকারীরা শীঘ্রই বারামতির ঘটনাস্থলে যাবেন।
- Related topics -
- দেশ
- সিবিআই
- সিআইডি
- শরদ পওয়ার
- মহারাষ্ট্র
- মহারাষ্ট্র পুলিশ
- মহারাষ্ট্র সরকার
- বিমান দুর্ঘটনা
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- ভারত


