NSA Ajit Doval । জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে তৃতীয়বারের জন্য বেছে নেওয়া হলো অজিত ডোভালকেই!
Thursday, June 13 2024, 1:22 pm

তৃতীয়বারের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে বহাল রইলেন অজিত ডোভাল (NSA Ajit Doval)।
তৃতীয়বারের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে বহাল রইলেন অজিত ডোভাল (NSA Ajit Doval)। ১০ জুন থেকেই তাঁর নিয়োগ কার্যকর হিসেবে গণ্য হবে বলে খবর। দীর্ঘ ৩৭ বছর পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীতে কাটিয়ে ডোভাল ২০১৪ সাল থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে রয়েছেন। ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর ডোভালকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বেছে নেওয়া হয়। সেই থেকে তিনি ওই পদে রয়েছেন তিনি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পাওয়া ডোভালের সঙ্গে বৃহস্পতিবারই বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- নিরাপত্তা
- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
- নরেন্দ্র মোদি