KKR | 'রাহানে' ম্যাজিকেই ভরসা কেকেআরের, নাইটদের অধিনায়ক হচ্ছেন বুড়ো ঘোড়া 'অজিঙ্কা রাহানে'
Monday, March 3 2025, 3:50 pm

IPL২০২৫এ নাইটদের অধিনায়ক হচ্ছেন অভিজ্ঞ অজিঙ্ক রাহানে। রাহানের অভিজ্ঞতা কতটা কাজে লাগাতে পারে গতবারের চ্যাম্পিয়ন কেকেআর এবার সেটাই দেখার।
IPL২০২৫এ নাইটদের অধিনায়ক হচ্ছেন অভিজ্ঞ অজিঙ্ক রাহানে। সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। রাহানের অভিজ্ঞতা কতটা কাজে লাগাতে পারে গতবারের চ্যাম্পিয়ন কেকেআর এবার সেটাই দেখার। কেকেআর খেলোয়াড় তালিকা: রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, রমনদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, এনরিক নোর্খিয়া, অঙ্গকৃশ রঘুবংশী, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কণ্ডে, রোভম্য়ান পাওয়েল, মণীশ পাণ্ডে, স্পেনসর জনসন, লভনিথ শিশোদিয়া, অজিঙ্কা রাহানে, অনুকূল রায়, মঈন আলি এবং উমরান মালিক।
- Related topics -
- খেলাধুলা
- কেকেআর
- শহর কলকাতা
- ক্রিকেট
- ক্রিকেটার
- আইপিএল
- আইপিএল ২০২৫
- আইপিএল
- আইপিএল ফাইনাল
- অজিঙ্কা রাহানে
- অধিনায়ক