Ajinkya Rahane | রঞ্জির ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন অজিঙ্ক রাহানে, কপালে ভাঁজ মুম্বাই শিবিরের
Friday, August 22 2025, 5:43 am
Key Highlightsরঞ্জি ট্রফিতে মুম্বইকে আর নেতৃত্ব দেবেন না অজিঙ্ক রাহানে। সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।
রঞ্জি ট্রফিতে মুম্বাই শিবিরের অধিনায়কত্ব ত্যাগ করলেন অজিঙ্ক রাহানে। ক্যাপ্টেন্সি ছাড়লেও, খেলা চালিয়ে যাবেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে রাহানে লেখেন, ‘নেতৃত্ব দেওয়া এবং মুম্বইকে চ্যাম্পিয়ন করা গর্বের ব্যপার। ঘরোয়া মরসুম শুরু হতে চলেছে। আমার মতে, এটাই সঠিক সময় নতুন কাউকে নেতা হিসেবে প্রস্তুত করার। নেতৃত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে একই রকম দায়বদ্ধ থাকব।’ যদিও টেস্ট ক্রিকেটে কামব্যাক করার স্বপ্ন অধরাই থেকে গেলো তাঁর। বিকল্প হিসেবে নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন শার্দূল ঠাকুর এবং শ্রেয়স আইয়ার।

