ওয়াই ফাই-এর স্পিড নিয়ে সমস্যার সমাধান করতে এয়ারটেল নিয়ে এল wifi রাউটার

Thursday, January 28 2021, 8:33 am
highlightKey Highlights

নেটের গতি কম হওয়ার এক মাত্র কারণ আপনার ব্রডব্যান্ড কানেকশন নয়। ইন্টারনেটের গতি কম হলেই আমরা দোষ দিই ব্রডব্যান্ড কানেকশনের স্পিডকে কিন্তু এ জন্য আসল অপরাধী হল কম ক্ষমতার ওয়াই ফাই রাউটার, ব্রডব্যান্ডের স্পিড না। এয়ারটেল তাদের ফাইবার প্ল্যানে নিয়ে এসেছে 1GBPS স্পিড, এর সঙ্গে তারা এমন রাউটার তৈরি করেছে যা ওয়াই ফাই-তে 1GBPS স্পিড সাপোর্ট করছে। বাজারে প্রথম থেকে যে সব রাউটার রয়েছে, তাতে শুধু LAN-এর সময় 1GBPS স্পিড পাওয়া যায়। কিন্তু এয়ারটেলের এই নয়া রাউটার ওয়াই ফাই-তেই 1GBPS স্পিড দেওয়ার সাধ্য রাখে। শুধু এই নয়, এই রাউটার ব্যবহার করে আপনি একাধিক স্মার্ট ডিভাইসের দ্রুত গতি উপভোগ করতে পারবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File