ওয়াই ফাই-এর স্পিড নিয়ে সমস্যার সমাধান করতে এয়ারটেল নিয়ে এল wifi রাউটার

Thursday, January 28 2021, 8:33 am
ওয়াই ফাই-এর স্পিড নিয়ে সমস্যার সমাধান করতে এয়ারটেল নিয়ে এল wifi রাউটার
highlightKey Highlights

নেটের গতি কম হওয়ার এক মাত্র কারণ আপনার ব্রডব্যান্ড কানেকশন নয়। ইন্টারনেটের গতি কম হলেই আমরা দোষ দিই ব্রডব্যান্ড কানেকশনের স্পিডকে কিন্তু এ জন্য আসল অপরাধী হল কম ক্ষমতার ওয়াই ফাই রাউটার, ব্রডব্যান্ডের স্পিড না। এয়ারটেল তাদের ফাইবার প্ল্যানে নিয়ে এসেছে 1GBPS স্পিড, এর সঙ্গে তারা এমন রাউটার তৈরি করেছে যা ওয়াই ফাই-তে 1GBPS স্পিড সাপোর্ট করছে। বাজারে প্রথম থেকে যে সব রাউটার রয়েছে, তাতে শুধু LAN-এর সময় 1GBPS স্পিড পাওয়া যায়। কিন্তু এয়ারটেলের এই নয়া রাউটার ওয়াই ফাই-তেই 1GBPS স্পিড দেওয়ার সাধ্য রাখে। শুধু এই নয়, এই রাউটার ব্যবহার করে আপনি একাধিক স্মার্ট ডিভাইসের দ্রুত গতি উপভোগ করতে পারবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File