১ এপ্রিল থেকে চালু নয়া নিয়ম গাড়িতে এয়ারব্যাগ নিয়ে সফর, নির্দেশিকা জারি করেছে সড়ক ও পরিবহণ মন্ত্রক
Saturday, March 6 2021, 1:04 pm
 Key Highlights
Key Highlights১ এপ্রিল থেকে সব গাড়িতে ফ্রন্ট সিটে ডুয়াল এয়ারব্যাগ বাধ্যতামূলক। নতুন যে গাড়িগুলি বাজারে আসছে, সেগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। আর পুরনো যে গাড়িগুলি রয়েছে, সেগুলির ক্ষেত্রে ৩১ অগাস্ট পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। আজ এমনই নির্দেশিকা জারি করেছে সড়ক ও পরিবহণ মন্ত্রক। অটোমোটিভ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সংশোধন করার কথা জানিয়েছে মন্ত্রক। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, ‘সব গাড়িতে ফ্রন্ট সিটের সামনে এয়ারব্যাগ রাখতে হবে। এআইএস ১৪৫ অনুসারে এয়ারব্যাগ রাখতে হবে এবং নির্দিষ্ট সময় অনুযায়ী ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডস অনুসারে এয়ারব্যাগ বদলাতে হবে।’
-  Related topics - 
- পরিবহন
- এয়ারব্যাগ
- পরিবহন মন্ত্রক

 
 