গর্ভপাত বৃদ্ধির অন্যতম কারণ হল বায়ুদূষণ, দাবি নয়া সমীক্ষার
যত দিন যাচ্ছে, ততই গর্ভপাতের পরিসংখ্যান বেড়ে চলেছে। এক নতুন সমীক্ষায় উঠে আসা তথ্যানুযায়ী বিশেষজ্ঞরা যথেষ্ট শঙ্কিত। The Lancet Planetary Health journal এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুদূষণের কারণেই গর্ভপাত বেড়ে চলেছে। গর্ভপাতের পরিসংখ্যান বলছে ২০০০ সাল থেকে ২০১৬ সালের মধ্যে বেড়েছে ৭ শতাংশ। দক্ষিণ এশিয়ার বায়ুর হাল নিয়ে চিন্তায় ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন। তাঁদের মতে, এখনই সাবধান হলে সামনে আসতে চলেছে ঘর বিপদ।
- Related topics -
- পরিবেশ
- পরিবেশ দূষণ
- গর্ভবতী
- বায়ুদূষণ