Key Highlights
যত দিন যাচ্ছে, ততই গর্ভপাতের পরিসংখ্যান বেড়ে চলেছে। এক নতুন সমীক্ষায় উঠে আসা তথ্যানুযায়ী বিশেষজ্ঞরা যথেষ্ট শঙ্কিত। The Lancet Planetary Health journal এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুদূষণের কারণেই গর্ভপাত বেড়ে চলেছে। গর্ভপাতের পরিসংখ্যান বলছে ২০০০ সাল থেকে ২০১৬ সালের মধ্যে বেড়েছে ৭ শতাংশ। দক্ষিণ এশিয়ার বায়ুর হাল নিয়ে চিন্তায় ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন। তাঁদের মতে, এখনই সাবধান হলে সামনে আসতে চলেছে ঘর বিপদ।
- Related topics -
- পরিবেশ
- পরিবেশ দূষণ
- গর্ভবতী
- বায়ুদূষণ