Ahmedabad Plane Crash | ২ বার থ্রটল কন্ট্রোল সুইচ বদলেছে দুর্ঘটনাগ্রস্ত বিমান! কেন যন্ত্র বদলেছে এয়ার ইন্ডিয়া?

Monday, July 14 2025, 1:19 pm
highlightKey Highlights

এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রাথমিক তদন্ত রিপোর্টে জানানো হয়েছে, ২০১৯ ও ২০২৩ TCM বদলানো হয়েছে।


প্রকাশ্যে এসেছে আমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট। তাতে আশঙ্কা করা হয়েছে টেক অফের পরেই বিমানের ফুয়েল ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বিমানের কোনও যান্ত্রিক ত্রুটি বা ইঞ্জিনের কোনও ত্রুটি ছিল না। পিটিআই সূত্রের খবর, ২০১৯ সালে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নির্দেশিকা পেয়েছিল এয়ার ইন্ডিয়া। গত ৬ বছরে ২ বার বদলানো হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানের থ্রটল কন্ট্রোল সুইচ (TCM)। উল্লেখ্য, এই TCM এর মধ্যেই থাকে ফুয়েল কন্ট্রোল সুইচ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File