দেশ

Ahmedabad Plane Crash | টেক অফের পরই MAYDAY কল পাইলটের! ৪ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমান! কী হয়েছিল অভিশপ্ত ওই সময়ে?

Ahmedabad Plane Crash | টেক অফের পরই MAYDAY কল পাইলটের! ৪ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমান! কী হয়েছিল অভিশপ্ত ওই সময়ে?
Key Highlights

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, টেক অফের পরই পাইলট সুবীর সবরওয়াল বুঝতে পেরেছিলেন বিমানে কোনও যান্ত্রিক গোলযোগ তৈরি হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি ATC তে MAYDAY কল করেন।

বৃহস্পতিবার দুুপুর ১.৩৪ মিনিট নাগাদ টেক অফ করে এয়ার ইন্ডিয়ার বিমানটি, কিন্তু টেক অফের ৪ মিনিটের মধ্যেই ভেঙে পরে বিমানটি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, টেক অফের পরই পাইলট সুবীর সবরওয়াল বুঝতে পেরেছিলেন বিমানে কোনও যান্ত্রিক গোলযোগ তৈরি হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি ATC তে MAYDAY কল করেন। এক্ষেত্রে যদি কাছাকাছি কোনও এলাকায় ল্যান্ড করার সুযোগ থাকে, সেই সিগন্যাল দেয় ATC। এরপর পাইলট সেখানে নিরাপদে বিমান ল্যান্ড করান। কিন্তু টেক অফের পর মাত্র চার মিনিটের মধ্যেই ATC র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানের।