দেশ

Ahmedabad Plane Crash | টেবিলের উপর পড়ে থালা, গ্লাস, ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে খাবার, বিমান দুর্ঘটনায় ছারখার কলেজ হস্টেল

Ahmedabad Plane Crash | টেবিলের উপর পড়ে থালা, গ্লাস, ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে খাবার, বিমান দুর্ঘটনায় ছারখার কলেজ হস্টেল
Key Highlights

সামনে আসছে গুজরাতের মেঘানি নগর এলাকার মেডিক্যাল কলেজের হস্টেলের ছবি। ওই হস্টেলের উপরেই বিমান ভেঙে পড়েছে বলে সূত্রের খবর।

বৃহস্পতিবার দুপুরে রোজকার মতো গুজরাটের মেঘানি নগরের বিজে মেডিক্যাল কলেজের মেসে খাওয়াদাওয়া করছিল একাধিক হবু ডাক্তারেরা। হঠাৎ হস্টেলের দেওয়াল ভেঙে ঢুকে যায় এয়ার ইন্ডিয়ার বিমানের একাংশ (ahmedabad plane crash)। নিমেষে ছারখার হয় শিক্ষাক্ষেত্র। ভেঙে যায় ছাদ ও দেওয়ালের অংশ। এখনও অবধি পাওয়া ছবিতে দেখা যাচ্ছে টেবিলের উপর পড়ে রয়েছে থালা, গ্লাস। বোঝাই যাচ্ছে, খাওয়া দাওয়া চলছিল ক্যান্টিনে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খাবার, আধপোড়া জামাকাপড়। ওই হস্টেলে আবাসিক একাধিক চিকিৎসক পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে খবর।