Air India | ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি! উড়তেই পারলো না বোয়িং ড্রিমলাইনার ৭৮৭!
Thursday, July 31 2025, 1:34 pm
Key Highlightsফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি! দিল্লি থেকে উড়তেই পারল না বোয়িং ড্রিমলাইনার ৭৮৭।
ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি! দিল্লি থেকে উড়তেই পারল না বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। সূত্রের খবর, বৃহস্পতিবার দিল্লি থেকে লন্ডনগামী এআই ২০১৭ বিমানটির পরিস্থিতি খতিয়ে দেখার সময় যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন পাইলট।এরপরই সেটাকে বাতিল ঘোষণা করা হয়। এরপর উড়ানটিকে দিল্লি বিমানবন্দরের পার্কিং এলাকায় ফিরিয়ে আনা হয়। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানান “পরে যাত্রীদের জন্য বিকল্প একটি বিমানের ব্যবস্থা করা হয় বিমান সংস্থার তরফে।” তবে ওই বিমানে কী যান্ত্রিক গোলযোগ ছিল তা সংস্থার তরফে জানানো হয়নি।
- Related topics -
- দেশ
- ভারত
- বিমান পরিষেবা
- বিমান
- এয়ার ইন্ডিয়া
- নয়াদিল্লি
- লন্ডন

