Ahmedabad Plane Crash | উভয় ইঞ্চিন বিকল হওয়াতেই দুর্ঘটনা? সিমুলেটরের মাধ্যমে কারণ খুঁজলেন এয়ার ইন্ডিয়ার পাইলটরা!

দুর্ঘটনার পর প্রথম থেকেই মনে করা হচ্ছে, উভয় ইঞ্চিন বিকল হয়ে গিয়েছিল।
কী কারণে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা হলো তা জানতে চলছে তদন্ত। দুর্ঘটনার পর প্রথম থেকেই মনে করা হচ্ছে, উভয় ইঞ্চিন বিকল হয়ে গিয়েছিল। এবার এই পরিস্থিতিতে সেই সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখতে এয়ার ইন্ডিয়ার পাইলটরা সিমুলেটেড ফ্লাইট চালালেন। বিমান সংস্থার পাইলটরা ধ্বংসপ্রাপ্ত বিমানের প্যারামিটারগুলি পুনরায় পর্যবেক্ষণ করেন একটি ফ্লাইট সিমুলেটরে। সেই সময় ল্যান্ডিং গিয়ার ডিপ্লয় করা এবং ডানার ফ্ল্যাপগুলি প্রত্যাহার করেন পর্যবেক্ষকরা। এই আবহে তাঁরা দেখেন যে কেবল সেই সেটিংসই দুর্ঘটনার কারণ হতে পারে না।