Air India | দুর্ঘটনার শোক ভুলে পার্টিতে উদ্দাম নাচ এয়ার ইন্ডিয়ার শীর্ষ কর্তাদের! সমালোচনার মুখে পড়তেই কড়া পদক্ষেপ!

Friday, June 27 2025, 2:22 pm
Air India | দুর্ঘটনার শোক ভুলে পার্টিতে উদ্দাম নাচ এয়ার ইন্ডিয়ার শীর্ষ কর্তাদের! সমালোচনার মুখে পড়তেই কড়া পদক্ষেপ!
highlightKey Highlights

সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছিল, যাতে দেখা যায় গুরুগ্রামের দপ্তরে ডিজে বাজিয়ে নাচে ব্যস্ত এয়ার ইন্ডিয়ার নানা স্তরের কর্মী আধিকারিকরা।


আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ২৭০ জনের। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা সামনে আসার আগেই সব ভুলে পার্টিতে উদ্দাম নাচে মাতলেন এয়ার ইন্ডিয়া স্যাটস (AISATS) এর শীর্ষ কর্তারা। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছিল, যাতে দেখা যায় গুরুগ্রামের দপ্তরে ডিজে বাজিয়ে নাচে ব্যস্ত এয়ার ইন্ডিয়ার নানা স্তরের কর্মী আধিকারিকরা। এরপরই ব্যাপক সমালোচনার মুখে পরে এয়ার ইন্ডিয়া। এবার বিমান সংস্থা জানিয়েছে,সেই পার্টিতে যোগদান করা চার সিনিয়র কর্মীকে ইস্তফা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File