Air India | বিমান দুর্ঘটনার পর প্রথমবার পুরোদমে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া!

Wednesday, August 6 2025, 3:22 pm
highlightKey Highlights

আহমেদাবাদ দুর্ঘটনার পর বেশি কয়েকটি আন্তর্জাতিক উড়ান সাময়িক বাতিল করা হয়েছিল। এবার পরিষেবা স্বাভাবিক করার কথা ঘোষণা করল বিমান সংস্থাটি।


গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দুর্ঘটনায় সবমিলিয়ে ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। তারপরই আন্তর্জাতিক পরিষেবা সাময়িকভাবে বাতিল করেছিল এয়ার ইন্ডিয়া। এ মাস থেকে আংশিকভাবে সেগুলি চালু করা হয়েছে। এবার সংস্থার সিইও ক্যাম্পবেল উইলসন বললেন, “আমরা ১ আগস্ট থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক করা শুরু করেছি। আগামী ১ অক্টোবর থেকে পুরোদমে পরিষেবা শুরু হবে।” অক্টোবর মাস থেকেই পুরোদমে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File