Air India | 'সেফটি সার্টিফিকেট' ছাড়াই আকাশে উড়ছে বিমান! যাত্রীসুরক্ষায় গাফিলতিতে বরখাস্ত এয়ার ইন্ডিয়ার কর্মীরা

সুরক্ষা সংক্রান্ত শংসাপত্র (Safety Certificate) ছাড়াই মাসভর যাত্রী পরিষেবা দিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান।
যাত্রী পরিষেবা দেওয়ার উপযুক্ত কিনা তা খতিয়ে দেখে প্রতিটি বিমানকে দেওয়া হয় সুরক্ষা সার্টিফিকেট। প্রতি বছর পরিষেবা দেওয়া প্রতিটি বিমানকে এই সার্টিফিকেট নিতে হয়। সম্প্রতি জানা গিয়েছে, সুরক্ষা সংক্রান্ত শংসাপত্র (Safety Certificate) ছাড়াই মাসভর যাত্রী পরিষেবা দিয়েছে এয়ার ইন্ডিয়ার A320 বিমান। গুরুতর এই অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে কতৃপক্ষ। এয়ার ইন্ডিয়ার জানিয়েছে, প্রয়োজনীয় নিয়ম না মানায় ওই বিমানের সঙ্গে জড়িত সমস্ত কর্মী আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে। রিপোর্ট করা হয়েছে DGCAএর কাছেও।
- Related topics -
- দেশ
- ভারতীয়
- ভারত
- বিমান
- বিমান পরিষেবা
- ভারতীয় বিমান
- সাসপেন্ড
- এয়ার ইন্ডিয়া
