দেশ

Air India | “সবার আগে দেশ“, শত্রু পাকিস্তানের ‘বন্ধু’ তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো এয়ার ইন্ডিয়া!

Air India | “সবার আগে দেশ“, শত্রু পাকিস্তানের ‘বন্ধু’ তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো  এয়ার ইন্ডিয়া!
Key Highlights

‘টার্কিশ টেকনিক’ নামে তুরস্কের যে সংস্থা থেকে এতদিন পরিষেবা গ্রহণ করত এয়ার ইন্ডিয়া, তা অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারতীয় বিমান সংস্থাটি।

ভারত পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতে ইসলামাবাদকেই সমর্থন করেছিল তুরস্ক। এই ঘটনায় মোটেই খুশি নয় ভারত। ফলে এবার তাদের সঙ্গে যাবতীয় ছেদ করতে উদ্যত মোদি সরকার। তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো এয়ার ইন্ডিয়াও। ‘টার্কিশ টেকনিক’ নামে তুরস্কের যে সংস্থা থেকে এতদিন পরিষেবা গ্রহণ করত এয়ার ইন্ডিয়া, তা অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারতীয় বিমান সংস্থাটি। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন বলেন, “সবার আগে দেশ। তাই দেশের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত।”