খেলাধুলা

Pakistan vs Bangladesh | রাওয়ালপিন্ডিতে ম্যাচ ভেস্তে দিলো বৃষ্টি! একবারও জয়ের তিলক উঠল না পাকিস্তান-বাংলাদেশের কপালে!

Pakistan vs Bangladesh |  রাওয়ালপিন্ডিতে ম্যাচ ভেস্তে দিলো বৃষ্টি! একবারও জয়ের তিলক উঠল না পাকিস্তান-বাংলাদেশের কপালে!
Key Highlights

জয়হীন ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করলো আয়োজক দেশ পাকিস্তান।জিততে পারলো না বাংলাদেশও।

জয়হীন ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করলো আয়োজক দেশ পাকিস্তান। জিততে পারলো না বাংলাদেশও। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ ছিল। কিন্তু লাগাতার বৃষ্টির জেরে তা বাতিল হয়ে যায়। এমনিতে এই দুই দলই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে। এই ম্যাচ হলেও পয়েন্ট তালিকাতেও কোনও প্রভাব পড়তো না। কারণ ইতিমধ্যেই গ্রূপ এ থেকে নিউজিল্যান্ড এবং ভারতের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে গিয়েছে। কিন্তু সেমিফাইনালে না গেলেও অন্তত একটি জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করতে চাইছিল বাংলাদেশ ও পাকিস্তান দুদলই।