AIFF Club Licensing | ফেল মহামেডান-হায়দরাবাদ! কোনওমতে পাশ মোহনবাগান-ইস্টবেঙ্গল! প্রকাশ ক্লাব লাইসেন্সিং তালিকা!
Friday, May 16 2025, 11:17 am

প্রকাশ হলো ২০২৫ থেকে ২০২৬ মরশুমের জন্য AIFF এর ক্লাব লাইসেন্সিং তালিকা। মোট ১৫টা ক্লাব আবেদন করেছিল।
প্রকাশ হলো ২০২৫ থেকে ২০২৬ মরশুমের জন্য AIFF এর ক্লাব লাইসেন্সিং তালিকা। মোট ১৫টা ক্লাব আবেদন করেছিল। একমাত্র দল হিসেবে পঞ্জাব এফসি সব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ করতে পেরেছে। কিছু শর্ত পূর্ণ করে লাইসেন্সিংয়ের পরীক্ষায় পাশ করেছে মুম্বই সিটি এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, এফসি গোয়া, চেন্নাইয়িন এফসি, ইস্টবেঙ্গল এফসি। লাইসেন্সিংয়ের শর্ত পূরণ করতে পারেনি, হায়দরাবাদ এফসি, কেরালা ব্লাস্টার্স, ওডিশা এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, মহামেডান এসসি, চার্চিল ব্রাদার্স ও ইন্টার কাশী।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- মোহনবাগান
- ইস্টবেঙ্গল
- মহামেডান