AI Candidate for Election | মানুষের জায়গা দখল করতে চলেছে AI? ব্রিটেনের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এআই স্টিভ!

Tuesday, June 25 2024, 11:35 am
AI Candidate for Election | মানুষের জায়গা দখল করতে চলেছে AI? ব্রিটেনের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এআই স্টিভ!
highlightKey Highlights

৪ জুলাই, ব্রিটেনের সাধারণ নির্বাচন। আর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে এআই প্রার্থী, ‘এআই স্টিভ’।


এআই নিয়ে সতর্ক করেছেন ইলন মাস্ক-সহ একাধিক ব্যক্তিরা। এবার হয়তো তাদের আশঙ্কাবাণী সত্যি করে মানুষের জায়গা দখল করতে চাইছে কৃত্তিম বুদ্ধিমত্তা। ৪ জুলাই, ব্রিটেনের সাধারণ নির্বাচন। আর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে এআই প্রার্থী, ‘এআই স্টিভ’। জিতে গেলে অবশ্য ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে ‘এআই স্টিভ’ বসবে, তা নয়। আসলে, এই এআই প্রার্থীর পিছনে রয়েছে একজন মানুষ – এআই সংস্থা, ‘নিউরাল ভয়েসে’র চেয়ারম্যান স্টিভ এন্ডাকট। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File