Rath Yatra | রথযাত্রায় নিরাপত্তার জন্য নজরদারি চালাবে AI ক্যামেরা! তৈরী হবে বিশেষ কন্ট্রোল রুমও!

Thursday, June 27 2024, 6:36 am
Rath Yatra | রথযাত্রায় নিরাপত্তার জন্য নজরদারি চালাবে AI ক্যামেরা! তৈরী হবে  বিশেষ কন্ট্রোল রুমও!
highlightKey Highlights

এবার রথযাত্রায় নিরাপত্তার স্বার্থে AI ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি।


সামনেই রথ যাত্রা। এবার রথযাত্রায় নিরাপত্তার স্বার্থে AI ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি। জানা গিয়েছে, পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের ছত্তিষা নিজগ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুষ্কৃতীদের উপর নজরদারি চালাতে ৭ জুলাই AI-এর সাহায্য নেবে রাজ্য সরকার। AI-এনাবেল্ড সিসিটিভি ক্যামেরাগুলি পুরীর গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকায় বসানো থাকবে। বিশাল এই উৎসবের সময় পকেটমারি সহ একাধিক ধরনের দুষ্কৃতী কার্যকলাপ বেড়ে যায়। প্রশসানের তরফে এর জন্য বিশেষ কন্ট্রোল রুমের ব্যবস্থাও করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File