Ahmedabad Plane Crash | পাইলটদের ভুলেই আহমেদাবাদ বিমান দুর্ঘটনা? কী বলছে প্রাথমিক তদন্ত রিপোর্ট?

‘দ্য এয়ার কারেন্ট’ জার্নালের দাবি,আপাতত তদন্তকারীদের মনোযোগ রয়েছে ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচের নড়াচড়ার উপরে।
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিয়েছে AAIB। শীঘ্রই এই রিপোর্ট জনসমক্ষে প্রকাশ হবে। এরই মধ্যে ‘দ্য এয়ার কারেন্ট’ জার্নালের দাবি,আপাতত তদন্তকারীদের মনোযোগ রয়েছে ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচের নড়াচড়ার উপরে। সম্ভবত পাইলটদের ভুলকে সন্দেহ করা হচ্ছে। কারণ AI১৭১ এর একটি ইঞ্জিন ফেল করলেও দ্বিতীয় ইঞ্জিনের সাহায্যে বিমানটির উড়তে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু পাইলটদের মধ্যে কেউ যদি ভুল করে চালু থাকা ইঞ্জিনটিতে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেন, তা হলে সেই ইঞ্জিনটিও বন্ধ হয়ে যাবে।