Agarpara | ট্রেকিংয়ের সময় শ্বাসকষ্ট, সিকিমে মর্মান্তিক মৃত্যু আগরপাড়ার যুবকের

ট্রেকিং করে নিচে নামার সময় শ্বাসকষ্ট শুরু হয় সুমনের। দ্রুত নিচে নামার চেষ্টাও চলে। তবে শেষরক্ষা হয়নি।
সিকিমের গোচালায় ট্রেকিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু তরুনের। মৃত যুবকের নাম সুমন দেবনাথ। তিনি উত্তর ২৪ পরগনার আগরপাড়ার বাসিন্দা। গত শুক্রবার, ১৪ নভেম্বর ৩ বন্ধুর সঙ্গে সিকিমে ট্রেকিংয়ের জন্য রওনা হয়েছিলেন তিনি। সিকিমের গোচাঁলায় ট্রেকিং করতে উঠেছিলেন তিনজন। নীচে নামার সময় আচমকা শ্বাসকষ্ট শুরু হয় সুমনের। কোনওরকমে তাঁকে নিচে নামিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান আগেই মৃত্যু হয়েছে যুবকের। শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
- Related topics -
- শহর কলকাতা
- মৃত্যু
- সিকিম
- পর্যটক
