আন্তর্জাতিক

US-Iran Meeting | পরমাণু পরিকল্পনা নিয়ে আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসলো ইরান! তবে কি গলছে বরফ?

US-Iran Meeting | পরমাণু পরিকল্পনা নিয়ে আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসলো ইরান! তবে কি গলছে বরফ?
Key Highlights

নানা জল্পনার পর আমেরিকার সঙ্গে পরমাণু কর্মসূচি বা পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেছে ইরান।

পরমাণু চুক্তি নিয়ে দ্বিতীয় দফার বৈঠকে বসলো আমেরিকা এবং ইরান। গত শনিবার, ১২ এপ্রিল ওমানের রাজধানী মাসকটে মুখোমুখি আলোচনায় বসেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে সেই মিটিং নিষ্ফল হয়। এদিন ফের ইটালির রাজধানী রোমে মিটিংয়ে বসেন স্টিভ এবং আরাঘচি। মিটিং শেষে ইরান জানিয়েছে সবুজ সংকেত দিয়েছে আমেরিকা। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ যাবতীয় পরমাণু কর্মসূচি ‘সম্পূর্ণ বন্ধ’ করতে তেহরান সম্মত হবে কি না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।