Jagannath Temple | রথযাত্রার পরেই খুলবে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার! কত সোনাদানা আছে তার হিসেব হবে শুরু!

Thursday, July 4 2024, 5:07 am
highlightKey Highlights

রথযাত্রার পরের থেকেই পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারে কত সোনাদানা আছে তার হিসেব শুরু হবে।


রথযাত্রার পরের থেকেই পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারে কত সোনাদানা আছে তার হিসেব শুরু হবে। আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে সেই গণনা। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরিজিৎ পাসায়তের নেতৃত্বে রত্ন ভাণ্ডারের সোনাদানা গোণার কাজ শুরু হবে। জগন্নাথ মন্দিরের নিয়ম অনুযায়ী, প্রতি তিন বছর অন্তর রত্ন ভাণ্ডার খুলে ভিতরের কক্ষে সমস্ত জিনিসপত্র খতিয়ে দেখতে হয় এবং সম্পত্তি অডিট করতে হয়। তবে ১৯৭৮ সাল থেকে কোনও অডিট হয়নি। এই রত্ন ভাণ্ডারে রয়েছে মোট তিনটি কুঠুরি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File