Gold Price Hike | দেশের পর এবার বিশ্ববাজারেও রেকর্ড হলুদ ধাতুর, আরও দামি হলো সোনা

Saturday, February 1 2025, 5:56 pm
highlightKey Highlights

বিশ্ববাজারে ইতিহাস সৃষ্টি করল সোনা। এই প্রথম এক আউন্স সোনার দাম পৌঁছল ২৮০০ ডলারে।


বিশ্ববাজারে নিজের দাম বাড়ালো সোনা। এই প্রথম এক অনেক অর্থাৎ ২৮.৩৪৯৫ গ্রাম সোনার দাম দাঁড়ালো ২৮০০ ডলারে। ভারতীয় মুদ্রায় যার পরিমান ২ লাখ ৪২ হাজার ৭৫২ টাকা। ১ গ্রাম সোনার দাম দাঁড়ালো ৮৫৬৫ টাকায়। বিশ্ববাজারে হলুদ ধাতুর দাম বাড়ার কারণে দেশেও সোনার দরের পরিবর্তন আসতে চলেছে, ধারণা ব্যবসায়িদের। দাম বাড়ছে বাংলাদেশেও। গত সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল সর্বোচ্চ ২ হাজার ৭৭০ ডলার। এবারের দর রেকর্ড করেছে বলে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File