Indian Rail | পাক-চর জ্যোতি মালহোত্রা গ্রেপ্তারের পর তৎপর রেল, স্টেশন চত্বরে ছবি তোলা বা রিলস বানানো নিষিদ্ধ করা হলো

Thursday, May 29 2025, 2:57 am
Indian Rail | পাক-চর জ্যোতি মালহোত্রা গ্রেপ্তারের পর তৎপর রেল, স্টেশন চত্বরে ছবি তোলা বা রিলস বানানো নিষিদ্ধ করা হলো
highlightKey Highlights

বিনা অনুমতিতে এভাবে ছবি তোলা বা ভিডিয়ো করা হল দণ্ডনীয় অপরাধ। এবার জ্যোতি মালহোত্রা গ্রেফতার হওয়ার পরেই সেকথা মনে করিয়ে দিল পূর্ব রেল।


পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে ইউটিউবার জ্যোতি মালহোত্রা সহ একগুচ্ছ ভারতীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরই পূর্ব রেলের তরফে বড়ো বড়ো স্টেশনগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এতদিন অবধি ইউটিউবার বা ভ্লগাররা প্লাটফর্মে দাঁড়িয়ে দেদার ভিডিয়ো করত। রেলের নিয়ম অনুযায়ী, সংবাদ মাধ্যমের ছাড় থাকলেও সাধারণ নাগরিক বা ইউটিউবার বা ভ্লগারদের বিনা অনুমতিতে এভাবে ছবি তোলা বা ভিডিয়ো করা হল দণ্ডনীয় অপরাধ। এই নিয়ম কার্যকর করতে এবার আসরে নেমেছে রেল। স্টেশনে স্টেশনে সতর্কবাতা প্রচার করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File