R G Kar | সঞ্জয়ের পর এবার সন্দীপ ঘোষ ও 'তিলোত্তমা'র চার সহকর্মীর ‘পলিগ্রাফ টেস্ট’ করার আবেদন জানালো সিবিআই

Thursday, August 22 2024, 1:07 pm
R G Kar | সঞ্জয়ের পর এবার সন্দীপ ঘোষ ও 'তিলোত্তমা'র চার সহকর্মীর ‘পলিগ্রাফ টেস্ট’ করার আবেদন জানালো সিবিআই
highlightKey Highlights

এদিন শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় সন্দীপ ঘোষকে। সেখানে গোপন জবানবন্দি দেন সন্দীপ ঘোষ।


আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের ‘পলিগ্রাফ টেস্ট’ করার অনুমতি আগেই দিয়েছিল আদালত। এবার এই পরীক্ষা হবে সন্দীপ ঘোষেরও। বৃহস্পতিবার সেই আবেদন মঞ্জুর করেছে শিয়ালদহ আদালত। এদিন  শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় সন্দীপ ঘোষকে। সেখানে গোপন জবানবন্দি দেন তিনি। এরপর তাঁর পলিগ্রাফ টেস্টের আবেদন জানায় সিবিআই। ঘটনার রাতে তরুণী চিকিৎসকের সঙ্গে রাতে যে সহকর্মীরা খাওয়াদাওয়া করেছিলেন, তাঁদেরও জবানবন্দি নেওয়া হয় এদিন। সিবিআইয়ের তরফে ওই চারজনেরও পলিগ্রাফ টেস্টের আবেদন জানিয়েছে। তা মঞ্জুর করেছে আদালত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File