Saltlake Illegal Construction | সল্টলেকের পর এবার কলকাতা, বেআইনি নির্মাণ ভাঙতে সেন্ট্রাল ফোর্স নামানোর হুঁশিয়ারি হাইকোর্টের
Tuesday, February 11 2025, 5:51 pm
![highlight](/img/target.png)
সল্টলেকের পর এ বার কলকাতা। বেআইনি নির্মাণ ভাঙতে পুলিশকে সময় বেঁধে দিল হাইকোর্ট। সময়ে কাজ শেষ করতে না পারলে আধা সামরিক বাহিনী মোতায়েনেরও হুঁশিয়ারি দিয়েছে আদালত।
সল্টলেকের পর এবার কলকাতায় বেআইনি নির্মাণ ভাঙতে হুঁশিয়ারি দিলো হাইকোর্ট। সোমবার আদালত অবমাননার মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ দিলো, ১০ মার্চের মধ্যে নারকেলডাঙার বেআইনি নির্মাণ ভাঙতে হবে। এ কাজে পুরসভাকে সাহায্য করবে পুলিশ। পুরসভা এবং পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনীকে নামানো হতে পারে। উল্লেখ্য, নারকেলডাঙা থানা এলাকায় অনুমোদন ছাড়া একটি পাঁচতলা বাড়ি নির্মাণকে কেন্দ্র করেই এই মামলা করা হয়েছিল। ভাঙাও শুরু হয়েছিল বাড়িটা। অভিযোগ এরপর পুলিশ আর এব্যাপারে সাহায্য করেনি।
- Related topics -
- রাজ্য
- কলকাতা পুরসভা
- বেআইনি নির্মাণ
- হাইকোর্ট
- শহর কলকাতা