Tata Group | রতন টাটা প্রয়াণের পর টাটা গ্রূপে মনোমানিল্য! নেপথ্যে সৎ ভাই নোয়েল টাটা?

Thursday, January 9 2025, 2:55 pm
highlightKey Highlights

রতন টাটা প্রয়াণের পর মাস তিনেক কাটতেই শোনা যাচ্ছে টাটা গ্রূপের মধ্যে মনোমানিল্য।


রতন টাটা প্রয়াণের পর মাস তিনেক কাটতেই শোনা যাচ্ছে টাটা গ্রূপের মধ্যে মনোমানিল্য। SRTIIতে নোয়েল টাটার কন্যাদের সামিল করা নিয়ে প্রশ্ন উঠেছে। বিদায়ী ট্রাস্টি আরনাজ কোটওয়াল অন্য ট্রাস্টিদের চিঠি দিয়ে বলেন, SRTII থেকে বোর্ড অব ট্রাস্টিতে নোয়েল টাটার দুই কন্যাকে জায়গা দেওয়ার জন্যই আরনাজ কোটওয়াল এবং ফ্রেড্ডি তালাতিকে বোর্ড অব ট্রাস্টি থেকে সরে দাঁড়াতে বলা হয়। জানা গিয়েছে, ভবিষ্যৎ প্রজন্মকে টাটা গ্রুপে বড় ভূমিকা পালনে প্রস্তুত করতেই মায়া ও লিয়াকে SRTIIর বোর্ড অব ট্রাস্টিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File