দেশ

Uri Attack | পহেলগাঁও-এর পর এবার উরি! সীমান্তে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই

Uri Attack | পহেলগাঁও-এর পর এবার উরি! সীমান্তে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই
Key Highlights

পহেলগামে নৃশংস জঙ্গি হামলার পরেই ফের উত্তপ্ত কাশ্মীর। সূত্রের খবর, উরিতে জঙ্গি ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে।

১২ ঘন্টা আগেই পহেলগাঁওয়ের বাইসারানে ভয়াবহ জঙ্গি হামলার সম্মুখীন হয়েছে পর্যটকেরা। বেছে বেছে ২৬ জন পর্যটককে গুলি করে মেরেছে জঙ্গিগোষ্ঠী। তার কয়েক ঘন্টার মধ্যে ফের হামলা কাশ্মীরে। চিনার কর্পস X হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছে, ২৩ এপ্রিল, বুধবার দুই তিন জন জঙ্গি উরি নালা পেরিয়ে সরজীবন এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করছিল। টের পেয়ে পাল্টা হামলা চালায় সেনা জওয়ানরা। দুদলের মধ্যে বেশ কিছুক্ষন ধরে গুলির লড়াই চলে।