Pakistan Share Market | 'অপরেশন সিঁদুরে'র পর রক্তক্ষরণ পাকিস্তানের শেয়ার মার্কেটেও! ধসে গেলো করাচি স্টক এক্সচেঞ্জ!

Wednesday, May 7 2025, 1:03 pm
highlightKey Highlights

বুধবার ধসে গেল পাকিস্তানের শেয়ার বাজার। করাচি স্টক এক্সচেঞ্জ (Karachi Stock Exchange) পাকিস্তানের অন্যতম প্রধান স্টক এক্সচেঞ্জ।


মঙ্গলবার মধ্যরাতে 'অপরেশন সিঁদুর' লঞ্চ করে ভারতীয় সেনা। এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জায়গায় এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় সেনা। তবে অপারেশন সিঁদুরের পর 'রক্তক্ষরণ' পাকিস্তানের শেয়ার মার্কেটেও! বুধবার ধসে গেল পাকিস্তানের শেয়ার বাজার। করাচি স্টক এক্সচেঞ্জ (Karachi Stock Exchange) পাকিস্তানের অন্যতম প্রধান স্টক এক্সচেঞ্জ। এই স্টক এক্সচেঞ্জের সূচক সেএসই বুধবার কমেছে ৬,৫০০ পয়েন্টেরও বেশি। ২৩ এপ্রিল থেকে পাকিস্তানের স্টক এক্সচেঞ্জের সূচকের পতন হয়েছে ১০ হাজার কাছাকাছি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File