খেলাধুলা

Paris Olympic 2024 | মানু ভাকেরের পর দেশের হয়ে আরও পদক নিশ্চিত করতে আজ একাধিক ইভেন্টে খেলবেন ভারতীয় অ্যাথলিটরা

Paris Olympic 2024 | মানু ভাকেরের পর দেশের হয়ে আরও পদক নিশ্চিত করতে আজ একাধিক ইভেন্টে খেলবেন ভারতীয় অ্যাথলিটরা
Key Highlights

২৯ জুলাই, সোমবার আরও পদক জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় অ্যাথলিটরা

প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে ভারতের হয়ে প্রথম পদক জিতেছেন মানু ভাকের। তাঁর হাত ধরে ব্রোঞ্জ জিতেছে দেশ। এবার ২৯ জুলাই, সোমবার আরও পদক জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় অ্যাথলিটরা। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে নামছেন অর্জুন বাবুতা। তাঁর ইভেন্ট হবে দুপুর সাড়ে তিনটে থেকে।এদিন দুপুর ১টায় আছে শুটিংয়ে পুরুষদের ট্র্যাপ কোয়ালিফিকেশন। বিকেল ৪.১৫ মিনিটে পুরুষদের হকিতে নামবে ভারত ও আর্জেন্তিনা। ৫.৪৫ মিনিটে তিরন্দাজিতে ছেলেদের টিমের পদক রাউন্ড রয়েছে। এছাড়াও রয়েছে টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলস।