করোনা ভাইরাস

সাবধান! করোনার মুক্তির পর ৩টি পরীক্ষা আবশ্যিক, বার্তা দিল রাজ্য স্বাস্থ্যদপ্তর

সাবধান! করোনার মুক্তির পর ৩টি পরীক্ষা আবশ্যিক, বার্তা দিল রাজ্য স্বাস্থ্যদপ্তর
Key Highlights

আপনি কি করোনায় আক্রান্ত হয়েছিলেন? এখন করোনা মুক্ত হয়ে গেছেন! তাহলে আপনাকে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। বুধবার ‘পোস্ট কোভিড ফলোআপ গাইডলাইন’ প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। সেখানে বলা হয়েছে কোভিড মুক্তির ১৭ দিন পর থেকে চিকিৎসকের পরামর্শ মেনে অন্তত তিনটি পরীক্ষা আবশ্যিক। স্বাস্থ্যদপ্তরের বিশেষজ্ঞদের মতে, করোনা জয় করার পর কয়েকমাস অন্তর ‘মার্কার ফর ইনফ্লামেশন' অর্থাৎ ‘ফেরিটিন’, ‘ডি-ডাইমার’ এবং ‘সিআরপি’ রক্তের এই তিনটি উপাদানের পরীক্ষা করা জরুরি। পাশাপাশি ইসিজি, চেস্ট এক্সরে এবং ডায়াবেটিস পরীক্ষা করা প্রয়োজনীয়। অর্থাৎ, কোভিডমুক্ত হওয়ার পর আপনাকে অন্তত ১ বছর করা সতর্কতা অবলম্বন করতে হবে।