Bangladesh | চট্টগ্রামের পর এবার সুনামগঞ্জ, লফামারি এবং ঠাকুরগাওঁতে আক্রান্ত হিন্দুরা! চলছে ভাঙচুর ও লুটপাট

Thursday, December 5 2024, 8:46 am
highlightKey Highlights

অভিযোগ, এই সব জায়গায় বেছে বেছে হিন্দুদের মারা হচ্ছে। তাদের দোকানে দেদার লুটপাট চলছে।


চট্টগ্রামের পর এবার বাংলাদেশের সুনামগঞ্জ, লফামারি এবং ঠাকুরগাওঁতে আক্রান্ত হিন্দুরা! অভিযোগ, এই সব জায়গায় বেছে বেছে হিন্দুদের মারা হচ্ছে। তাদের দোকানে দেদার লুটপাট চলছে। এমনকি অনেক হিন্দুর বাড়িতে নাকি অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটছে বলে খবর। অভিযোগ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গুরু দে’র বাড়িতে হামলা চালানো হয়। সেই এলাকার ১০টি হিন্দু বাড়িতে লুটপাট চালানো হয়। মংলাগাঁওয়ের শতাধিক হিন্দু বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়েছে। অনেকেই সেখান থেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File