বাণিজ্য

Jio-Starlink | Airtel এর পর এবার ইলনের স্টারলিংকের সঙ্গে চুক্তির ঘোষণা করলো Jio!

Jio-Starlink | Airtel এর পর এবার ইলনের স্টারলিংকের সঙ্গে চুক্তির ঘোষণা করলো Jio!
Key Highlights

ইলন মাস্কের SpaceXর সঙ্গে ১১ মার্চ অংশীদারিত্বের বিষয়ে ঘোষণা করেছে Airtel।

ইলন মাস্কের SpaceXর সঙ্গে ১১ মার্চ অংশীদারিত্বের বিষয়ে ঘোষণা করেছে Airtel। এই চুক্তির ফলে ভারতে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা দেবে। এই আবহে ইলন মাস্কের সংস্থার সঙ্গে একই ধরণের চুক্তি ঘোষণা করেছে মুকেশ আম্বানির Jio। রিপোর্ট অনুযায়ী, Jio তার খুচরা বিক্রয়কেন্দ্রগুলির পাশাপাশি তার অনলাইন স্টোরফ্রন্টগুলির মাধ্যমে স্টারলিংকের ডিভাইসগুলি বিক্রি করবে। Jio র তরফ থেকে বলা হয়েছে, 'এই চুক্তির মাধ্যমে ডেটা ট্র্যাফিকের ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটর হিসাবে Jioর অবস্থান বজায় থাকবে।'