West Bengal | প্রায় ১০০ বছর পর বদলাবে পশ্চিমবঙ্গের ভূ মানচিত্র! নতুন করে তৈরী হবে গোটা রাজ্যের মৌজা ম্যাপ

Sunday, November 10 2024, 9:20 am
highlightKey Highlights

১৯২৫ সালের পর অর্থাৎ প্রায় ১০০ বছর পর বদলাতে চলেছে পশ্চিমবঙ্গের ভূ মানচিত্র।


১৯২৫ সালের পর অর্থাৎ প্রায় ১০০ বছর পর বদলাতে চলেছে পশ্চিমবঙ্গের ভূ মানচিত্র। নবান্ন সূত্রে খবর, নতুন করে গোটা রাজ্যের মৌজা ম্যাপ (ক্যাডাস্ট্রাল ম্যাপ) তৈরির কাজ শুরু হচ্ছে। আগের ম্যাপের তুলনায় রাজ্যে অনেক পরিবর্তন এসেছে। যেমন, যেখানে আগে গ্রাম ছিল সেখানে তৈরী হয়েছে আধুনিক শহর। অনেক জায়গায় নতুন রাস্তাঘাট, এক্সপ্রেসওয়ে, রেললাইন ইত্যাদি তৈরি হয়েছে। ‘ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে’ বিভাগ রাজ্যের সব মৌজায় হাই রেজ়োলিউশন উপগ্রহ চিত্রের মাধ্যমে এই ম্যাপ তৈরি করবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File