দেশদীর্ঘ প্রায় ৮৭ বছর পর ট্রেন এসে দাঁড়ালো, উদ্বেল নির্মলবাসী
সরাইগড়-নির্মলি রেল যোগাযোগ ১৯৩৪ সালের ভয়াবহ ভূমিকম্পের পর বন্ধ হয়ে গিয়েছিল। মাঝের এই ৮৭ বছরে স্থানীয় এলাকাবাসীরা কেও সেখানে কোনো ট্রেনের শব্দ পাইনি। অবশেষে এই রবিবার বিহারের Nirmali-Saraigarh route-য়ে ট্রেন চলল। এই স্পিড ট্রায়ালের স্বাক্ষী হল তারা। তবে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, লাইন প্রস্তুত হয়ে গেলেও, ট্রেন চলাচল শুরু হতে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে এলাকাবাসীকে। অপেক্ষা শুধু Commission of Railway Safety(CRS) গ্রিন সিগন্যাল-এর।
Related topics - - দেশ
- রেলওয়ে
- ভূমিকম্প