National Security Advisory | ৭ বছর পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন! প্রধানের পদ পেলেন ‘RAW’এর প্রাক্তন ডিরেক্টর!

পহেলগাঁওয়ে হামলার পর দেশের নিরাপত্তার স্বার্থে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার।
পহেলগাঁওয়ে হামলার পর দেশের নিরাপত্তার স্বার্থে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার। এবার ৭ বছর পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করলো নরেন্দ্র মোদির সরকার। জানা গিয়েছে, উপদেষ্টা পর্ষদের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘RAW’এর প্রাক্তন ডিরেক্টর অলোক জোশীকে। ছয় সদস্যের ওই জাতীয় নিরাপত্তা পর্ষদে মূলত অবসরপ্রাপ্ত সেনা এবং IPS আধিকারিকেরা রয়েছেন। তাঁদের মধ্যে তিনজন সামরিক ব্যাকগ্রাউন্ডের, দু'জন IPS অফিসার এবং একজন প্রাক্তন কূটনীতিক আছেন।